পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, কৃষকদের উৎপাদিত পন্যের ন্যায্য মুল্য নিশ্চিত করতে সরকার চলতি আমন মৌসুমে প্রতিমন ধান ৭শ টাকায় কেনার পরিকল্পনা গ্রহন করেছে। এছাড়াও ইউরিয়া সারের দাম এক হাজার টাকার স্থলে ৮শ টাকায় আনা হবে বলে জানান তিনি।

মন্ত্রী বুধবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বাংরোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মুহা.শহিদুজ্জামান, পুলিশ সুপার শাহ আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে এলজিইডি। পরে মন্ত্রী সদর উপজেলার আরো ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। এই ভবন গুলো নির্মানের ফলে এই এলাকার আরো কয়েকশ শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পাবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানিয়া সরকার/ঠাকুরগাঁও।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here