৭টি ইতালিয় যুদ্ধ জাহাজ কিনছে কাতার ডেস্ক নিউজ :: কাতার সরকার বলেছে, দেশটি ইতালির কাছ থেকে ৫০০ কোটি ইউরো মূল্যের ৭টি যুদ্ধ জাহাজ কিনবে।

সৌদি সরকার ও তার কয়েকটি মিত্র দেশের সঙ্গে কূটনৈতিক সংকটের প্রেক্ষাপটে এই ঘোষণা দিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মুহাম্মাদ বিন আবদুররাহমান আসসানি।

আজ (বুধবার) সফররত ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যাঙ্গেলিনো আলফানোর সঙ্গে এক যৌথ সংবাদ-সম্মেলনে এ কথা বলেছেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী।

কাতারের নৌ-বাহিনীর পক্ষ থেকে তিনি এই চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছেন।

সৌদি সরকার ও তার মিত্র মিশর, আরব আমিরাত এবং বাহরাইন দুই মাস আগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। তারা প্রতিবেশী এই দেশটির ওপর নানা নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপ করেছে। কাতার সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীগুলোকে সাহায্য দিচ্ছে বলে এই সরকারগুলো অভিযোগ করছে। অন্যদিকে অবরুদ্ধ দোহা এইসব অভিযোগ অস্বীকার করে আসছে।

একদল বিশেষজ্ঞ বলছেন, কাতার তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের মতো কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীকে সৌদি এবং তার কয়েকটি মিত্র সরকারের মতই সহায়তা দিয়ে আসলেও এখন এ বিষয়ে কেবল দোহাকেই বলির পাঠা করার চেষ্টা করছে সৌদি সরকার ও তার মিত্ররা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here