সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন

স্টাফ রিপোর্টার :: সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনার জন্য বর্তমান সরকার দেশের ৬৪টি জেলাতেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, বর্তমানে ২০টি জেলায় ভবন নির্মাণের কাজ প্রক্রিয়াধীন। খুব শিগগিরই বাকি জেলাগুলোতেও এসব ভবন নির্মাণ করা হবে।

সমাজকল্যাণমন্ত্রী আজ রাজধানীর তেজগাঁও এ সরকারি শিশু পরিবারের (বালিকা) জন্য নবনির্মিত ডর্মেটরি ভবন উদ্বোধনকালে এ কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লুর রহমান ও সমাজসেবা অধিদফতর এর মহাপরিচালক গাজী মুহাম্মদ নুরুল কবীর এ সময় উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ সচিব বলেন, শিশু পরিবারের জন্য ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১১ কোটি ৫২ লাখ টাকা। এই ভবনে মোট ১৭২ জন নিবাসী থাকার সুযোগ পাবে।

পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here