শিশু দারিদ্র্য সম্পর্কিত একটি মানচিত্রে দাবি করা হয়েছে যে, লন্ডনে টাওয়ার হ্যামলেটস সবচে শিশু দারিদ্র্যপ্রবণ এলাকা।

জানা গেছে, এখানকার অর্ধেকেরও বেশি (৫২ শতাংশ) শিশু দারিদ্রের মধ্যে বসবাস করছে। অথচ ব্রিটেনের জাতীয় শিশু দারিদ্রের হার প্রতি পাঁচজনে একজন। ‘ক্যাম্পেইন টু এন্ড চাইল্ড পোভার্টি’ এসব তথ্য প্রদান করেছে।

শিশু দারিদ্রের ক্ষেত্রে শীর্ষ তালিকায় আছে লন্ডনের আইলিংটন, হ্যাকনি, ওয়েস্ট মিনিস্টার এবং ক্যামডেন।

যেসব শিশুর পরিবারের আয় গড় আয় ২৫,০০০ পাউন্ডের ৬০ শতাংশেরও কম, তাদেরকেই দরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংসদীয় এলাকার হিসেবে শিশু দারিদ্রের হার বেথনাল গ্রিন এ্যান্ড বোতে সবচে বেশি। এছাড়াও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের এলাকা উইটনি এবং সহকারী প্রধানমন্ত্রী নিক ক্লেগের সংসদীয় এলাকা শেফিল্ড হালাম শিশু দারিদ্র্যপ্রবণ শীর্ষ ২০ এলাকার তালিকায় রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here