কুল অ্যান্ড কুল কাপ সিরিজের একমাত্র টি-টুয়েন্টিতে পাকিস্তানের কাছে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। ১৩৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৫ রান করতে সমর্থ্য হয় টাইগাররা।

মঙ্গলবার বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৩৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

পাকিস্তানের আক্রমণাত্মক বোলিংয়ের মুখে ২৩ রানেই সাজঘরে ফিরে বাংলাদেশের প্রথম সারির ৫ ব্যাটসম্যান। খেলায় কখনো জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি বাংলাদেশি ব্যাটসম্যানরা।

দলীয় ৩ রানের মাথায় ওমর গুলের বলে লেগবিফোরের ফাঁদে পড়েন নাইম ইসলাম (৩)। এরপর দলীয় ৪ রানে অলক কাপালি (০), ১৫ রানে ইমরুল কায়েস (২), ১৭ রানে সাকিব আল হাসান (৭) এবং দলীয় ২৩ রানে সাজঘরে ফিরেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ (২)।

দলীয় ৩৯ রানে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম (১০)। এরপর নাসির হোসেন একপ্রান্ত আগলে রেখে লড়তে থাকলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেনি।

দীর্ঘদিন পর দলে ফেরা ফারহাদ রেজা (৬) শহীদ আফ্রিদীর বলে লেগবিফোরের ফাঁদে পড়লে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ৫১ রান। বিগ শট খেলতে গিয়ে শোয়েব মালিকের বলে আফ্রিদির তালুবন্দি হন রাজ্জাক (৯)।

রানের খাতা খোলার আগেই শফিউল ইসলাম শোয়েবের বলে লেগবিফোর হয়ে গেলে বাংলাদেশে সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেট হারিয়ে ৬৯ রান। রুবেল হোসেনকে (০) সাথে নিয়ে বাকি সময়টা কাটিয়ে দেন একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা নাসির (৩৫)।

পাকিস্তানের পক্ষে হাফিজ ও শোয়েব ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন ওমর গুল, আফ্রিদি ও আইজাজ চিমা।

৩১ বলে ২৫ রান ও ১১ রান খরচে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মোহাম্মদ হাফিজ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে হাফিজ ২৫, মিসবাহ ২১* ও ওমর আকমল ২০ রান করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here