ঝিনাইদহ : জেলার ছয় উপজেলার ৪০৭ বিদ্যালয়ের মধ্যে ৫১টিতে প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ঝিনাইদহের অর্ধশত সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা প্রাথমিক শিক্ষক সমিতি থেকে পাওয়া তথ্যানুযায়ী, ছয় উপজেলায় ৪০৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে হরিণাকুণ্ডুতে ৬, মহেশপুরে ১৫, সদর উপজেলায় ৬, কালীগঞ্জে ৮, শৈলকূপায় ১৫, ও কোটচাঁদপুরে ১টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব প্রতিষ্ঠানে বছরের পর বছর সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন।

ঝিনাইদহ সদরের বংকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি চার বছর ধরে শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক আকলিমা খাতুন। শিক্ষক-সংকটে থাকা এ বিদ্যালয়ে পাঁচ শিক্ষকের জায়গায় আছেন তিনজন।একজন ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব নিয়ে দাফতরিক কাজে ব্যস্ত থাকেন। বাকি দুজন শিক্ষককে পাঠদানে হিমশিম খেতে হচ্ছে।

কোটচাঁদপুর উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর ধরে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষক খায়রুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ কারণে বিদ্যালয়ে পাঠদান থেকে শুরু করে সবক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার ভৌমিক জানান, ঝিনাইদহে সমপ্রতি ২২ জনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজন যোগদান করেননি। এখন যেসব প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই, সেগুলো পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

আহমেদ নাসিম আনসারী/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here