নওগাঁ : নওগাঁর রাণীনগর রেল ষ্টেশনের আউটার সিগন্যালের নিকটে ২৬১ নম্বর ব্রীজের পাশে ও বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় রেল লাইনের ফিস প্লেট ও ২৪ ফুট রেল পাতের ক্লিপ খুলে ফেলে অবরোধকারীরা।

এতে করে উত্তরাঞ্চলের ১২ টি জেলার সাথে রাজশাহী, খুলনা, পার্বতীপুর ও ঢাকার সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে সান্তাহার প্রকৌশল বিভাগের উদ্ধার কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত রেল লাইন মেরামত করলে সোমবার সকাল সাড়ে ৮ দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সান্তাহার ষ্টেশন মাষ্টার দেওয়ান শহিদুল ইসলাম রঞ্জু জানান, সোমবার ভোরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে রেল কর্তৃপক্ষের কাছে খবর দেয়। ঘটনার খবর পেয়ে আব্দুলপুর-পার্বতীপুর রুটের সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস আত্রাইয়ে, পার্বতীপুরগামী সামীনত্ম এক্সপ্রেস মাধনগরে, লালমনিরহাট ও রংপুরগামী লালমনিরহাট এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। লাইন মেরামত করার পর পুনরায় সাড়ে ৮ টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।

তন্ময় ভৌমিক/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here