৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রীডেস্ক নিউজ :: নিউ জিল্যান্ডে লেবার পার্টির নেতৃত্বে মধ্য-বাম সরকার গঠিত হচ্ছে। আর লেবার পার্টির নেতা জাসিনদা আরডার্ন হতে যাচ্ছেন সে দেশের সবচেয়ে কমবয়সি প্রধানমন্ত্রী।

বিবিসি জানিয়েছে, আরডার্নের সঙ্গে সরকার গঠনে রাজি হয়েছে নিউ জিল্যান্ড ফার্স্ট পার্টি। এর ফলে ১৮৫৬ সালের পর দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী হবেন ৩৭ বছরের আরডার্ন। এর মধ্য দিয়ে অবসান ঘটতে চলেছে ন্যাশনাল পার্টির দশকব্যাপী শাসনের।

নিউ জিল্যান্ডে গত তিন মাস বিরোধীদলের নেতৃত্বে ছিলেন আরডার্ন। দেশটিতে গত মাসের সাধারণ নির্বাচনে সরকার গঠনের জন্য লেবার কিংবা ন্যাশনাল কোনো দলই সরকার গঠনের মত সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

এ অবস্থায় ছোট্ট দল নিউ জিল্যান্ড ফার্স্ট পার্টির সমর্থনে ক্ষমতায় অধিষ্ঠিত হতে চলেছে লেবার পার্টি। নতুন জোট সরকারকে সমর্থন দেবে গ্রিন পার্টিও।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here