সংকেত চৌধুরী, দিনাজপুর প্রতিনিধি

দুই দফা দাবীতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’তে তৃতীয় দিনের ন্যায় শিক্ষকদের কর্মবিরতী অব্যাহত রয়েছে। কর্মবিরতীর ফলে বিশ্ববিদ্যালয়ে ক্লাশ, পরীক্ষাসহ সকল কার্যক্রম এখন বন্ধ রয়েছে। শিক্ষকদের দাবীগুলো হচ্ছে- প্রাপ্ততার তারিখ থেকে পদোন্নতি প্রদান কার্যকর ও অ্যাসোসিয়েট প্রফেসরদের পদোন্নতি বাস-বায়ন।

তবে কর্তৃপক্ষের দীর্ঘদিনের ৭দফা দাবী বাস-বায়নের আশ্বাসে ১২০জন শিক্ষক তাদের আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করলেও বাকী দুই দফা দাবী মেনে না নেয়ায় আবারো গত রোববার বেলা ১১টা থেকে নতুন আন্দোলন কর্মসূচী শুরু হয়। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিক্ষকরা এই দুই দফা দাবী বাস-বায়নের জোর দাবী জানিয়েছেন। হাবিপ্রবির সহযোগী অধ্যাপক জানান, শিক্ষকদের মধ্যে আলোচনার মাধ্যমে যে কোন সময় নতুন কর্মসূচী ঘোষণা করা হতে পারে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম আফজাল হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলেননি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here