bangladesh-policeপুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গোপালগঞ্জের পুলিশ সুপার এসএম এমরান হোসেনকে ডিএমপির উপ-কমিশনার, ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসানকে ডিএমপির উপ কমিশনার, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর একেএম ইকবাল হোসেনকে কক্সবাজারের পুলিশ সুপার, রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবিরকে পাবনার পাবনার পুলিশ সুপার, ১১ এপিবিএনের পুলিশ সুপার সালমা বেগমকে রাজবাড়ীর পুলিশ সুপার, ২য় এপিবিএনএর অধিনায়ক মো. মুনিবুর রহমানকে মাগুরার পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেনকে ময়মনসিংহের ২য় এপিবিএনএর অধিনায়ক হিসেবে বদলি করা হয়।

নৌ পুলিশের পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানকে ঝালকাঠির পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদকে ময়মনসিংহ রেঞ্জ অফিসের পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আসাদ উল্লাহ চৌধুরীকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদর দফতরের প্রলয় কুমার জোয়ার্দারকে ডিএমপি’র উপ-কমিশনার, এসবি’র বিশেষ পুলিশ সুপার সুলতানা নাজমা হোসেনকে ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপার এবং পুলিশ সদর দফতরের এআইজি মো. রফিকুল হাসান গনিকে শেরপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. রাশীদুল হাসানকে জয়পুরহাটে, কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহকে সিলেট মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার, শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিমকে কুড়িগ্রামের পুলিশ সুপার, পাবনার পুলিশ সুপার আলমগীর কবীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার, ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ সাইদুর রহমান খানকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরআরএফএর কমান্ডেন্ট বিএম হারুন অর রশীদকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার, কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার, এসএমপি’র উপ-কমিশনার মো. মুশফেকুর রহমানকে হাইওয়ে পুলিশের (প্রশাসন ও প্ল্যানিং) পুলিশ সুপার এবং ১১ এপিবিএন-এর অধিনায়ক করা হয়েছে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শাহিনা আমিনকে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবদুর রহমান খাঁনকে ঢাকার টুরিস্ট পুলিশের পুলিশ সুপার, জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। ঝালকাঠির পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে ফরিদপুরের পুলিশ সুপার, পুলিশ সদর দফতরের এআইজি মনিরুল ইসলামকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার, মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহকে নৌ পুলিশের পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমানকে রাজশাহীর আরআরএফএর কমান্ডেন্ট হিসেবে বদলি করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here