ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসবে আগামী বছরের জুন মাসে। বিদ্যুৎ কেনার সমঝোতা স্মারক সইয়ের দুই বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে নয়া দিল্লিতে ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে মঙ্গলবার এ চুক্তি হয়।

বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, ভারত থেকে বিদ্যু আনার জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় চার টাকা।

আগামী বছরের জুনের মধ্যে এ বিদ্যুৎ পাওয়া যাবে। এ বিদ্যুৎ আমদানির জন্য ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণের কাজ চলছে বলে জানান বিদ্যুৎ সচিব।

উল্লেখ, বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স) মো. আবুল কাশেম এবং ভারতের পক্ষে এনভিভিএনের (এনটিপিসি বিদ্যুৎ ভায়াপার নিগম লিমিটেড) একজন পরিচালক চুক্তিতে সই করেন। সরকারি খাত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়া হবে। সে অনুযায়ীই মঙ্গলবার এ চুক্তি হয়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here