ওবায়দুল কাদেরষ্টাফ রিপোর্টার :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিগত ১৫ বছরে দেশে ৫৫ হাজার ৩১৬টি সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ৪৯৫ জন নিহত হয়েছে।
তিনি সোমবার সংসদে সরকারি দলের সদস্য মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে আরো জানান, এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৮ হাজার ৭৭০ জন মানুষ।  বর্তমানে পরিবহন সেক্টরে সবার সম্মিলিত প্রচেষ্টায় কঠোর শৃঙ্খলা আনা বাঞ্চনীয়।
জাতীয় পার্টির সদস্য বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিববন্ধনবিহীন গাড়ির কোন পরিসংখ্যান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে না থাকলেও মোটরযান আইন অনুযায়ী নিবন্ধনবিহীন গাড়ি রাস্তায় চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
ওবায়দুল কাদের বলেন, বিআরটিএ এবং জেলা প্রশাসনের সহায়তায় এসব নিবন্ধনবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here