বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ঢাকায় আগামী ১৪ মার্চ মহাসমাবেশ করবে ১৪ দল। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ।

বৈঠকে জানানো হয়, ১৪ দলের পূর্ব ঘোষিত অন্যান্য কর্মসূচি বহাল রয়েছে। এ ছাড়া ৯ মার্চ জেলায় জেলায় এবং ১১ মার্চ ঢাকায় মানববন্ধন করবে ১৪ দল। ১২ মার্চ ঢাকায় বিএনপির মহাসমাবেশের কারণে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত এ কর্মসূচিতে পরিবর্তন আসতে পারে বলে গত কয়েক দিন ধরে আলোচনা হচ্ছিল। তবে ১৪ দলের আজকের বৈঠকে এ কর্মসূচি বহাল রাখা হলো।

১৪ দলের আজকের বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবদুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন প্রমুখ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্টাফ রিপোর্টার

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here