England v Australia - 2015 স্পোর্টস ডেস্ক :: দুর্দান্তভাবেই বিশ্বকাপ শুরু করলো ফেভারিটরা।  ব্যাটিংয়ের পর বোলিংয়েও, আধিপত্য দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১১১ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তাই, বৃথা গেছে ইংলিশ পেসার স্টিফেন ফিনের হ্যাটট্রিকের রেকর্ড।  এর আগে, মেলবোর্নে প্রথমে ব্যাট করে অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে ৩৪২ রান করে অজিরা।  জবাবে, মিচেল মার্শের বোলিং তোপে পড়ে ২৩১ রানে গুটিয়ে যায় ইংলিশরা।  ম্যাচ সেরা হয়েছেন অ্যারন ফিঞ্চ।

এক কথায় ফেভারিটদের মতোই বিশ্বকাপ মিশন শুরু করলো স্বাগতিক অস্ট্রেলিয়া।  ইংলিশদের ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপটের সাথে গুড়িয়ে ১১১ রানের বড় জয় পেয়েছে অজিরা।

মেলবোর্নে টস ভাগ্য অস্ট্রেলিয়াকে হতাশ করলেও, শুরুটা ভালই ছিলো তাদের। তবে, দলীয় ৫৭ রানেই সেই ভালোটাও, হয়ে যায় মন্দ।  আউটের খাতা নাম লেখান দুই টপঅর্ডার ব্যাটসম্যান ওয়ার্নার ও শেন ওয়াটসন।  দুজনেই ফেরেন স্টুয়ার্ট ব্রডের শিকার হয়ে।  বেশিক্ষণ টেকেন নি দারুন ফর্মে থাকা স্টিফ স্মিথও।  ৭০ রানে ৩ উইকেট হারানোর পর, কিছুটা বিপাকে পড়া দলকে দারুন ভাবে টেনে তুলেন ফিঞ্চ ও অধিনায়ক বেইলি।  একপাশ আগলে রেখে ক্যারিয়ারে ১৩৫ রান করে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে ফিঞ্চ রানআউটের শিকার হন।

এরপর মাঠ কাঁপাতে স্বাগতিকদের হয়ে মাঠে নামেন ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত বেইলীর ৫৫ ও ম্যাক্সওয়েলের ৬৬ রানের ওপর চড়ে রানের পাহাড় গড়ে অজিরা।  তবে, স্বাগতিকদের এই উপভোগ্য সময়ে হানা দেয় ফিন নামক এক ঝড়।  দলীয় ৩৪২ রানেই হ্যাডিন, ম্যাক্সওয়েল ও জনসনের উইকেট করে আসরের প্রথম হ্যাটট্রিক করেন এই ইংলিশ পেসার।  তারপরেও, ইংলিশদের সামনে ৩৪৩ রানের বিশাল টার্গেট দাঁড় করায় স্বাগতিকরা।  ইংল্যান্ডের হয়ে স্টিফেন ফিন নেন ৫ উইকেট।

জবাবে, ব্যাট করতে নেমে শুরু আগেই শেষের ইঙ্গিত দেয় ইংল্যান্ড।  দলীয় ৭৩ রানেই পাঁচ টপ অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে এক রকম ম্যাচ থেকেই ছিটকে পড়ে ইংলিশরা।  তবে, প্রতিরোধ গড়ার চেস্টা করেন জেমস টেইলর।  কিন্তু, এই তরুণের যোগ্য সঙ্গীর অভাবে বৃথা যায় চেস্টা।  শেষ পর্যন্ত অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ৮ ওভার ১ বল বাকি থাকতে ২৩১ রানে গুটিয়ে যায় ইংলিশরা।  ৯৮ রানে অপরাজিত থাকেন জেমস টেইলর।  অজি পেসার মিচেল মার্শ নেন ৫ উইকেট।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here