ষ্টাফ রিপোর্টার :: বক্স অফিসে বলিউড তারকা অক্ষয় কুমারের ‘গোল্ড’ ছবির আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত যে ছবিগুলো শতকোটি অতিক্রম করেছে, ‘গোল্ড’-এর মধ্যে অষ্টম। তবে সিনেব্যবসায় বিশ্লেষক তারান আদর্শ বলেছেন, এই সংখ্যা ছবির সাফল্যের মাপকাঠি হতে পারে না।

মুক্তির ১৩ দিন পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ বক্স অফিসে ১০০ কোটির অঙ্ক অতিক্রম করল। ভারতের স্বাধীনতা দিবসে (১৫ আগস্ট) ছবিটি মুক্তি দেওয়া হয়। প্রথম দিনই ব্যাপক সাফল্য পায় ছবিটি।

তারান আদর্শ জানান, নবমবারের মতো অক্ষয়ের কোনো ছবি শতকোটি অতিক্রম করল। টুইটারে তিনি লিখেছেন, ‘একজন নিশ্চিতভাবেই বড় সংখ্যা আশা করতে পারে, বিশেষ করে যদি প্রথম দিনটি খুব ভালো হয়।’ খবর হিন্দুস্তান টাইমসের।

প্রথম দিন ‘গোল্ড’ ছবি ২৫ কোটি রুপি আয় করেছিল। একই দিন আরেক অ্যাকশন সুপারস্টার জন আব্রাহামের ছবি ‘সত্যমেভ জয়তে’ মুক্তি পেয়েছিল। এ ছবিটি প্রথম দিন আয় করে ২০ কোটি রুপি।

তালিকা অনুযায়ী, ‘গোল্ড’ চলতি বছরের অষ্টম ছবি, যেটা শতকোটির মাইলস্টোন অতিক্রম করেছে। এর আগে ‘পদ্মাবত’, ‘সোনি কি টিটু কি সুইটি’, ‘রেইড’, ‘বাঘি-২’, ‘রাজি’, ‘রেস-৩’ ও ‘সঞ্জু’ এ মাইলস্টোন অতিক্রম করেছিল। তারান মনে করেন, অনেক সিনেমাই শতকোটি অতিক্রম করে, তাই এটা একটি ছবির সাফল্যের মাপকাঠি হতে পারে না।

‘গোল্ড’ খেলাবিষয়ক ছবি। ১৯৪৮ সালে অলিম্পিকে ভারতের হকি টিম প্রথম স্বর্ণ পদক পায়। ঐতিহাসিক সেই ঘটনা নিয়েই গোল্ড ছবিটি। অক্ষয়ের হিট সিনেমাগুলোর মধ্যে রয়েছে : ‘প্যাড ম্যান’ (৭৮.২২ কোটি রুপি), ‘টয়লেট এক প্রেম কথা’, ‘জলি এলএলবি-২’ (১১৭ কোটি রুপি), ‘রুস্তম’ (১২৭.৪৯ কোটি রুপি), ‘হাউসফুল-৩’ (১০৯.১৪ কোটি রুপি), ‘এয়ারলিফট’ (১২৮.১ কোটি রুপি) এবং ‘সিং ইজ ব্লিং’ (৮৯.৯৫ কোটি রুপি)।

ফোর্বস ম্যাগাজিনের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, পৃথিবীতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন অক্ষয় কুমার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here