1469848499ডেমোক্রেট পার্টির বিভিন্ন ওয়েব সাইট ও মেইলের পাশাপাশি বড় ধরণের হ্যাকিংয়ের শিকার হয়েছেন হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি এবং ডেমোক্রেটিক কনগ্রেশনাল ক্যাম্পেইন কমিটিরি দুটি তথ্য প্রবাহে হ্যাক করা হয়েছে।
মার্কিন কর্মকর্তারা মনে করছে, রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত এজেন্টরা এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। তাদের মধ্যে কেউ কেউ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া প্রভাব খাটানোর চেষ্টা করছে।
এদিকে রাশিয়ার সরকারের তরফ থেকে বিষয়টি অস্বীকার করে বলা হয়েছে, ‘রাশিয়া বিরোধী বিষ’ ওয়াশিংটনের কথায় ঝরে পড়ছে।
হ্যাকারটা ক্লিনটনের প্রচারণার ক্ষেত্রে ভোটারদের অ্যানালাইসিস বিষয়ক এক তথ্য প্রোগ্রামে প্রবেশ করে। কিন্তু ক্লিনটনের প্রেস সেক্রেটারি বলেন, ‘আমাদের অভ্যন্তরিক ব্যবস্থা হ্যাক হওয়ার কোন প্রমাণ আমরা পাইনি।।’
এদিকে এফবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাকিংয়ের বিষয়টি তদন্ত করে দেখছে তারা। বিষয়টি সত্য হলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। বিবিসি।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here