হাটহাজারী: ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ দায়িত্ব নেওয়ার পর থেকে সারা দেশের মত চট্টগ্রামের  বিভিন্ন ভুমি অফিসে সরেজমিন পরিদর্শন করেন।

গত কয়েক দিনে নগরীর কয়েকটি ভুমি অফিস পরিদর্শন করতে গিয়ে নিজের স.চোখে দেখতে পান ঘুষের ভয়াবহ চিত্র। তৎকালিন ওই সব ভুমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীসহ ঘুষ লেনদেনের সাথে জড়িত বেশ কয়েক জনকে বদলীর নির্দেশ দেন।

মন্ত্রীর এই সব অভিযানের সত্ত্বেও প্রভাব পড়েনি চট্টগ্রামের মফস্বল ভুমি অফিস গুলোতে । সরেজমিন হাটহাজারী উপজেলা সদর ভুমি অফিসে দেখা যায় কানুগো বেপরোয়া চাঁদাবাজী।

তিনি নিজ অফিসে বসে বিভিন্ন নামজারী মামলা থেকে ঘুষ লেনদেন করছে। নরমাল মামলা গুলো থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ইচ্ছাকৃত ভাবে টাকা নিচ্ছে। কেহ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার মামলা খারিজ করার হুমকি দেওয়ার অডভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন অবস্থান করে দেখা যায়,ব্যাপক অনিয়ম,দুর্নীতি,হয়রানী ও ঘুষ বাণিজ্যের ভয়াবহ চিত্র। নাম না বলার সত্ত্বেও জনৈক এক ভুক্তভোগী জানান,নামজারীর শুরু থেকে তহশিল অফিস পর্যন্ত যে অর্থ খরছ হয় তার চেয়েও বেশি পরিশোধ করতে হয় কানুগোকে। কেহ এর প্রতিবাদ করেও রেহাই পায়নি। দীর্ঘ দিন থেকে কানুনগোর এই অনিয়ম সম্পর্কে অনেক লেখালেখির সত্ত্বেও দায়িত্বশীল কর্তৃপক্ষ তার এই অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখেনি।

যার কারনে তার এই ওপেন সিক্রেট দুর্নীতি থেমে নেই। বিষয়টি খতিয়ে দেখার জন্য বর্তমান মন্ত্রাণালয়ের হস্থক্ষেপ কামনা করেন ভুক্তভোগিরা।

মোহাম্মদ হোসেন/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here