হাওরের তিন লাখ ৩০হাজার পরিবারকে একশ' দিন ত্রাণ দেওয়া হবে: মায়াপ্রতিনিধি :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ‘হাওরের তিন লাখ ৩০হাজার পরিবারকে আগামী একশ’ দিন প্রতি মাসে ৩০কেজি চাল ও নগদ পাঁচশত টাকা করে দেওয়া হবে। এজন্য ইতিমধ্যে ৩৫ হাজার মেট্রিক টন চাল ও ৫০কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে যারা ত্রাণ নিবে না খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে ১০টাকা কেজি চাল ও ওএমএস এর মাধ্যমে ১৫টাকা কেজি দরে চাল আগামী ফসল না ওঠা পর্যন্ত নিতে পারবেন।’

মঙ্গলবার নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে বন্যার পরিস্থিতি সম্পর্কে এক মতবিনিময় সভায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের মনোবল নষ্ট করার কোন কারণ নেই। হাওর অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাবাসী সচেষ্ট এবং পরিস্থিতি মোকাবেলায় সরকারের সামর্থ্য রয়েছে।’
এসময় মন্ত্রী বলেন, ‘হাওরাঞ্চলের সমস্যা চিহ্নিতকরণ ও ভবিষ্যতে যা করনীয় তা সরকার করবে। আগামী মৌসুমের শুরুতে বীজ, সার, কীটনাশক বিনামূল্যে কৃষকদের মাঝে দেয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থ মন্ত্রণালয় থেকে কৃষকদের ব্যাংক ঋণ আগামী এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।’
মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় (এমপি), রেবেকা মমিন (এমপি), ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু (এমপি), জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান বক্তব্য রাখেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here