Hoj20150চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে তিন নারীসহ এখন পর্যন্ত ১০ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। ১ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ হজ মিশন এই ১০ জনের মৃত্যু তথ্য রেকর্ড করেছে। এদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। বাংলাদেশ হজ মিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার মোসাম্মৎ মারুফা শায়লা (৩৭), পাসপোর্ট নং বি ই ০৬৫৭২৭১। বগুড়া জেলার মনিকা মুস্তারি আরজু (৪৩), পাসপোর্ট নং বি ই ০২২১৪৯৭। চট্টগ্রাম জেলার লায়লা বেগম (৭২), পাসপোর্ট নং এ ডি ৩৯৭১১৯৩। যশোর জেলার মোহাম্মদ আতিয়ার রহমান (৭৭), পাসপোর্ট নং বি এ ০৯৮৬৩৭৮। নওগাঁ জেলার মোহাম্মদ আফজান হোসেন (৭৯), পাসপোর্ট নং বি ই ০৭৫০৫৪২। শেরপুর জেলার মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯), পাসপোর্ট নং বি ই ০৪৩২৯২৫। কুমিল্লা জেলার মোহাম্মদ গাজী রহমান (৭৭), পাসপোর্ট নং বি ই ০৩১৮৯৯৭। কুমিল্লা জেলার সফিকুল ইসলাম (৬৫), পাসপোর্ট নং বি ই ০৬৫৫০৯৪। দিনাজপুর জেলার মোহাম্মদ আমবার আলী (৫২), পাসপোর্ট নং বি ই ০২৪৬১৫৯ এবং ঢাকার শাহজাহানপুরের মীর লিয়াকত আলী (৬১), পাসপোর্ট নং বি এফ ০২৫৮৫২০।

হজ করতে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ সাধারণত দেশে ফেরত পাঠানো হয় না। মক্কা বা মদিনায় যে যেখানে মৃত্যুবরণ করেন তাকে সেখানের কবরস্থানে দাফন করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here