obese girlষ্টাফ রিপোর্টার :: ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ (এনআইএইচ) এবং ইউনিভার্সিটি অব পিটসবার্গ এর গবেষকরা যৌথ গবেষণায় স্থূলকায় নারীদের যৌন আচরণ নিয়ে গবেষণা করেন। গবেষকরা জানতে চান, এই নারীরা কত সময় পর পর সেক্স করেন এবং তারা এ জন্য কী ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন।

গবেষণার পর এক বিবৃতিতে জানানো হয়, চর্বিবহুল মেয়েরা খুব কম ডেটিং ও সেক্স করেন। কিন্তু যৌনতায় তারা বেশি ঝুঁকিতে থাকেন। তারা নিরাপত্তার জন্য কনডম ব্যবহার করেন না বললেই চলে।

এ গবেষণায় স্বাভাবিক দেহের নারীদের সঙ্গে অতিকায় স্থূল নারীদের যৌন আচরণের তুলনামূলক আলোচনা করা হয়।
এ গবেষণায় আরো বলা হয়, সাধারণত সমকামীদের সঙ্গিনীরা অতিকায় স্থূল হয়ে পড়েন। তবে পুরুষ সমকামী এবং উভকামীদের বিষয়ে কিছু জানানো হয়নি এ গবেষণায়।

এসব জানতে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ গবেষণায় ৪ লাখ ৬৬ হাজার ৬৪২ ডলার ব্যয় করেছে। f

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here