সৌদি আরবের তেল-সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে এ নিয়ে দ্বিতীয় কোন ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটলো।

তবে, এ ঘটনাকে সংঘর্ষ বলেই দাবি করা হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে। মানবাধিকার কর্মী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে অনলাইন আল-জাজিরা এ তথ্য দিয়েছে।

স্থানীয় পুলিশের সূত্রে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি আইন-বহির্ভূত সমাবেশ ছত্রভঙ্গ করতে গেলে তাদের ওপর গুলি চালায় বিক্ষোভকারীরা। এর জবাবে পাল্টা গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী।

আর তাতেই হতাহতের এ ঘটনা ঘটেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here