নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাওঁ উপজেলায়  ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের আড়াইহাজারসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানিয়েছে, আড়াইহাজার উপজেলার সাইজাদী ও পাশ্ববর্তী সোনারগাঁও উপজেলার পেকেরচর গ্রামের যুবকেরা একটি প্রীতি ফুটবল খেলার আয়োজন করে। খেলার এক পর্যায়ে ১-১ করে গোল করে খেলা ড্র হয়। এই নিয়ে  তর্কবির্তকের এক পর্যায়ে পেকেরচর গ্রামের লোকেরা সাইজাদী গ্রামের লোকদের উপর হামলা করে। এসময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে ঝাপিয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ১৫ জন আহত হয়। আহতদের অধিকাংশ সাইজাদী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহতরা হলো, আবেদ আলী, আলী আকবর, আনার হোসেন, কবির হোসেন, আক্তার হোসেন, রমযান, সোহেল, আক্রমআলী, মনির হোসেন, জাহাঙ্গীর হোসেন, আলমাছ ও হাতেম আলী রয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সাইজাদী গ্রামের  শাহজান বাদী হয়ে ১৫ জনকে আসামী করে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here