ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর অভিযান চালিয়ে ২০টি ককটেল ও বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে সংঘর্ষের পর এ অভিযান চালানো হয়।

শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দু’পক্ষের সংঘর্ষের পর হলে অভিযান চালিয়ে ২০টি ককটেলসহ বিস্ফোরক সরঞ্জামাদি ও বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করে পুলিশ।

তবে, এর সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি।

এর আগে, বিকেলে কথা কাটাকাটির জের ধরে সূর্যসেন হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এরা হলেন-সানি (ইতিহাস, চতুর্থ বর্ষ), বেলাল (অর্থনীতি, প্রথম বর্ষ), নাহিদ (অর্থনীতি, প্রথম বর্ষ), ইকবাল, আবু সাঈদ ও মনির। পরের তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিশ্ববিদ্যালয় প্রসাশন হলে রেড দিয়ে পুলিশের সহায়তায় তল্লাশি শুরু করে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, হলের সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিকের সমর্থকদের মধ্যে সামান্য বিষয় নিয়ে শুক্রবার দুপুরে কথা কাটাকাটি হয়। এরপর তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর অভিযান চালিয়ে ২০টি ককটেল ও বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে সংঘর্ষের পর এ অভিযান চালানো হয়।

শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, দু’পক্ষের সংঘর্ষের পর হলে অভিযান চালিয়ে ২০টি ককটেলসহ বিস্ফোরক সরঞ্জামাদি ও বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করে পুলিশ।

তবে, এর সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি।

এর আগে, বিকেলে কথা কাটাকাটির জের ধরে সূর্যসেন হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এরা হলেন-সানি (ইতিহাস, চতুর্থ বর্ষ), বেলাল (অর্থনীতি, প্রথম বর্ষ), নাহিদ (অর্থনীতি, প্রথম বর্ষ), ইকবাল, আবু সাঈদ ও মনির। পরের তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিশ্ববিদ্যালয় প্রসাশন হলে রেড দিয়ে পুলিশের সহায়তায় তল্লাশি শুরু করে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, হলের সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিকের সমর্থকদের মধ্যে সামান্য বিষয় নিয়ে শুক্রবার দুপুরে কথা কাটাকাটি হয়। এরপর তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। – See more at: http://www.banglanews24.com/new/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF/281751-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%2C-%E0%A7%A8%E0%A7%A6-%E0%A6%95%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0.html#sthash.dynz8z39.dpuf

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here