সুবর্ণচরে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুমুজাহিদুল ইসলাম সোহেল,  নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালী সুবর্ণচর উপজেলায় রিয়াজ উদ্দিন (১০) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  সেই চর আমান উল্যাহ ইউনিয়নের ২৭ দ্রোণ মন্তু ব্যাপারী বাড়ির লিটনের ছেলে। রিয়াজ উদ্দিন জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেল ৪ টায় চর আমানউল্যাহ ইউনিয়নের ২৭ দ্রোন মসজিদ মার্কেট এলাকায় তার বাবা মোঃ লিটন কাঁচা মালের ব্যবসায়ী করে। স্কুল শেষে বাড়ি ফিরে স্থানীয় মসজিদ মার্কেটে তার বাবার জন্য ভাত নিয়ে আসে। খাওয়া শেষে বাড়ী ফেরার পথে জনতা বাজার হালিম বাজার সড়কের ২৭ দ্রোন মসজিদ মার্কেট এলাকায় সাহাব উদ্দিনের দোকানের সামনে গেলে বেপোরোয়া গতিতে আসা
একটি মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দেয় এতে রিয়াজ গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা আহত রিয়াজকে উদ্ধার করে প্রথম সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখান থেকে তাকে উন্নত চিকিৎসা জন্য  নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করে। হাসপাতালে  নেয়ার পথে রাত ১১ টায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা মোটরসাইকেল চালক ৪ নং চর ওয়াপদা ইউনিয়নের ধানের শীষ গ্রামের বেলাল ডুবাইওয়ালার পুত্র আকবর (২৪)কে  ও তার বন্ধু সোহেল
কে আটক করে।
স্থানীয়  ছালা উদ্দিন নামে একজন ব্যবসায়ীর জিম্মা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়।এদিকে স্কুল ছাত্র রিয়াজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত)  ইকবাল হোসেন জানান, খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ ঘটনারস্থলে গিয়ে মোটরসাইকেল
 নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।নিহত রিয়াজের বাবা লিটন বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here