যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক পদে কলোরাডো অঙ্গরাজ্যের ফেডারেল আপিল আদালতের বিচারক নিল গরসাচকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা এএফপি জানায়, তার এ মনোনয়ন এখন সিনেটে পাশ করিয়ে নিতে হবে। সিনেটে অনুমোদন পেলে ৪৯ বছর বয়সী গরসাচ সুপ্রিম কোর্টের একটি শূন্য পদে নিয়োগ পাবেন। বিচারক অ্যান্টোনিন স্কালিয়ার মৃত্যুর ফলে এ পদ শূন্য হয়।

তবে উচ্চ কক্ষের এক ডেমোক্রেটিক নেতা জানান, মনোনয়ন পাওয়া বিচারককে নিয়ে তার গুরুতর সন্দেহ আছে। গর্ভপাত থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের মতো যুক্তরাষ্ট্রের খুবই স্পর্শকাতর বিষয়গুলোর অধিকাংশের ব্যাপারেই সুপ্রিম কোর্টের কথাই শেষ কথা। তাই সুপ্রিম কোর্টের শূন্য পদে ট্রাম্পের এই মনোনয়ন খুব গুরুত্ব বহন করে।

মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসের ইস্ট রুমে দেয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প এ মনোনয়নের কথা ঘোষণা করেন।

ট্রাম্প বলেন, ‘বিচারক গরসাচ চমৎকার বুদ্ধিদীপ্ত সম্পন্ন একজন মানুষ। আইন সম্পর্কে তার অনেক পড়াশোনা আছে এবং সংবিধানের টেক্সট অনুযায়ী ব্যাখ্যা দেওয়ার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ‘গরসাচের আইনি দক্ষতা অসাধারণ। বুদ্ধিদীপ্ত এই বিচারক ভীষণ শৃঙ্খলাপরায়ণ। ’

মনোনয়ন গ্রহণ করে বিচারক গরসাচ বলেন, ‘আমি খুবই সম্মানিত ও কৃতজ্ঞতা বোধ করছি। ’

নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ২১ জন পছন্দের বিচারকের যে সংক্ষিপ্ত তালিকা দিয়েছিলেন তার মধ্য থেকেই গরসাচকে বেছে নেন।
তবে ট্রাম্পের এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বাইরে গরসাচের মনোনয়নের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here