সাতক্ষীরা:  দীর্ঘ চার বছর পর ফের চালু হলো সাতক্ষীরার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইল মিলস। সুন্দরবন টেক্সটাইল মিলের মুল ইউনিটের ২০টি মেশিন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

শনিবার বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে (পরীক্ষামূলক) এই ২০ টি মেশিন চালু করা হয়। চালুকৃত কারখানা পরিদর্শন করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আছাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন টেক্সটাইল মিলের মহাব্যবস্থাপক প্রকৌশলী জুলহাস মিয়া, জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুলস্নাহ সরদার, কারীগরি বিভাগীয় প্রধান মো.খলিলুর রহমান, হিসাব বিভাগীয় প্রধান মো.মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য,সাতক্ষীরার একমাত্র বস্ত্রশিল্প ব্যবস্থা সুন্দরবন টেক্সটাইল মিলের ‘নিল কমল’ ইউনিটে ৩০টি মেশিন ও ‘মুল’ ইউনিনে ২০টি মেশিন চালুর মধ্য দিয়ে মোট ৪৫০জন শ্রমিকের কর্মস্থান সৃষ্টি হয়েছে। যা দীর্ঘ ৪ বছর বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

এসময় নেতৃবৃন্দ শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং আন্তরিকভাবে কাজ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

মিল কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে মিলের সব মেশিন চালু করা হবে।

এম.আমিনূর রহমান/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here