নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার উদ্দেশ্যে নিজেদের প্রস্তুত করতে মাশরাফি-সাকিবরা এখন অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়ার সিডনিতে দশদিনের প্রস্তুতি শেষে  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল রবিবার সকালে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে।

কিন্তু তার আগেই একটি দুঃসংবাদ পেল টাইগাররা।

নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে রিখটার স্কেলে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় এ সতর্কতা জারি করা হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, শনিবার পাপুয়া নিউগিনির রাবাউল শহর থেকে ১৫৭ কিলোমিটার পূর্বাঞ্চলে ওই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর পাপুয়া নিউগিনির উপকূলীয় বেশ কিছু শহরসহ নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, সলোমন দ্বীপপুঞ্জ, পনপেই, চুক, নাউরু, কোসরা ও ভানুয়াতুতে পরবর্তী তিন ঘণ্টার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়।

আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ড সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আসরের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। তিনটি টি-টোয়েন্টি খেলবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। আর দুটি টেস্ট হবে ১২ থেকে ১৬ এবং ২০ থেকে ২৪ জানুয়ারি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here