couple-holding-hands-mumbaiইউনাইটেড নিউজ ডেস্ক :: যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই প্রথম দুই বছরের বিষয়টি আলাদা। এ সময়ে তারা যা করেন, তা অনেক ক্ষেত্রেই হিসাব মেলে না। কিন্তু তার পরে দাম্পত্যের অবিচ্ছেদ্য অংশ যৌনতা বিষয়ে কী অবস্থা হয়?

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। দম্পতিরা মাসে কয়বার যৌনতায় লিপ্ত হন? সম্প্রতি এ বিষয়ে সাইকোথেরাপিস্ট ও লেখক এম. গ্যারি নিউম্যান জানিয়েছেন, তার নিজস্ব গবেষণার কথা।

sexএ গবেষণায় তিনি বিবাহিত সুখী ও বিবাহিত অসুখী উভয় দম্পতিদের গড় হিসাবই প্রকাশ করেছেন। অসুখী দম্পতিরা প্রতি মাসে গড়ে তিন থেকে চার বার যৌনতায় লিপ্ত হন। অন্যদিকে সুখী দম্পতিরা প্রতি মাসে গড়ে ১১ বার যৌনতায় লিপ্ত হন, গবেষণার ফলাফলে জানান নিউম্যান।

 এ বিষয়গুলো নির্ণয় করার জন্য তিনি ৪০০ নারীকে গবেষণায় অন্তর্ভুক্ত করেন। তাদের অনেকে ছিল বিবাহিত সুখী এবং অনেকে ছিল বিবাহিত অসুখী। তাদের বিস্তারিত তথ্যের মাধ্যমেই এ সিদ্ধান্তে উপনীত হন গবেষক।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here