সীমান্তে বন্য হাতির মৃত্যেুমুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী প্রতিনিধি :: শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তের গহীণ জঙ্গলে বুধবার দুপুরে একটি বন্য হাতির মৃত দেহ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। উদ্ধারকৃত মৃত হাতিটির পিঠে দাড়ালো অস্ত্রের দাগ রয়েছে।

প্রত্যক্ষদর্শী, বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্থানীয় রাখালেরা পাহাড়ে গরু চড়াতে গেলে গজনী বিটের ভারত সীমান্তের প্রায় ২শত গজ দুরে ১১০৪নং পিলারের কাছে মৃত হাতিটি দেখতে পেয়ে স্থানীয় বন বিভাগে খবর দেয়।

এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে উৎসুক জনতা, সাংবাদিক ও থানা পুলিশ ছুটে যায় মৃত হাতিটি দেখা ও মৃত্যেুর কারণ জানার জন্য।

মৃত হাতিটির শরীরের আঘাতে দাগ দেখে মনে হচ্ছে ২০/২৫দিন পূর্বে ভারত সীমান্তের মধ্যেই কে বা কাহার এ আঘাতটি করে বাংলাদেশ সীমান্তে পাঠিয়েছে। আর এ আঘাতের কারণেই স্ত্রী হাতিটির মৃত্যেু হয়েছে বলে ধারনা করছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ।

এ ব্যাপারে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুলালাহ আল মামুন ও ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের সাথে কথা হলে, তারা এ বন্য হাতির মৃত্যেু প্রকৃত কারণ নিশ্চিত হওয়া ছাড়া কিছু বলতে না পারলেও এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here