trampনির্বাচনী প্রচারণায় মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে দেয়াল তৈরিতে আমেরিকার নতুন এ প্রেসিডেন্টকে সাহায্য করতে এবার এগিয়ে এল মেক্সিকোরই একটি সিমেন্ট কোম্পানি। দেশটির বেশ বড় মাপের ওই সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম গ্রুপো সিমেন্টোস ডি চিহুয়াহুয়া (জিসিসি)। কোম্পানির প্রধান নির্বাহী এনরিক এসকালান্টে বলেছেন, তারা ট্রাম্পের হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করে দিতে চান।

জিসিসি কারখানাটি অবস্থিত মেক্সিকোর চিহুয়াহুয়াতে। এ এলাকাটি যুক্তরাষ্ট্রের টেক্সান ও নিউ মেক্সিকো সংলগ্ন। এ কারখানা থেকে যে পরিমাণ সিমেন্ট উৎপাদিত হয় তার শতকরা ৭০ ভাগই বিক্রি হয় যুক্তরাষ্ট্রে। এনরিক এসকালান্টে আরও বলেছেন, আমরা এ অঞ্চলে সিমেন্টের গুরুত্বপূর্ণ একটি উৎপাদন শিল্প। সীমান্তের উভয়পক্ষের ক্রেতাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। যেহেতু আমরা ব্যবসা করি তাই ট্রাম্পের সুবিধা গ্রহণ না করা হবে আমাদের কোম্পানির জন্য একটি বোকামি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here