সিপিএ’র নতুন চেয়ারপারসন ক্যামেরুনের এমিলিয়া স্টাফ রিপোর্টার :: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ক্যামেরুনের ডেপুটি স্পিকার এমিলিয়া মনজোবা লিফাকা।
মঙ্গলবার সম্মেলনের শেষ দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকালে সিপিএ’র সেক্রেটারি জেনারেল আকবর খান নির্বাচনের ফল ঘোষণা করেন। এর আগে বেলা ১১টার দিকে ভোটাভুটি শুরু হয়।
সিপিএ’র চেয়ারপারসন পদে এবার তিনজন প্রার্থী হন- ক্যামেরুনের এমিলিয়া মনজোবা লিফাকা, মনসেরাটের শিরলি এম অজবর্ন এবং কুক আইল্যান্ডের মিক্কি র‌্যাটেল। মোট ২১২টি ভোটের মধ্যে ভোট পড়ে ১৯২টি। এর মধ্যে এমিলিয়া মনজোবা লিফাকা ১০৭টি, কুক আইল্যান্ডের মিক্কি র‌্যাটেল ৭০টি এবং মনসেরাটের শিরলি এম অজবর্ন ১৫টি ভোট পান। বর্তমানে সিপিএ’র ভাইস চেয়ারপারসনের দায়িত্বে থাকা এমিলিয়া মনজোবা লিফাকা আগামী তিন বছরের জন্য ড. শিরীন শারমিন চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।
ফল ঘোষণার পর ক্যামেরুনসহ আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা নেচে গেয়ে বিজয় উৎযাপন করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমিলিয়া মনজোবা সাংবাদিকদের বলেন, আফ্রিকার জনগণকে ধন্যবাদ। সিপিএ’র যেসব অগ্রাধিকারমূলক কর্মসূচি রয়েছে সেগুলো নিয়েই কাজ করব।
এসময় নতুন চেয়ারপারসনকে অভিনন্দন জানিয়ে বিদায়ী চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, এ সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলো বাস্তবায়নের পাশাপাশি নতুন ধারণা নিয়ে সিপিএ এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here