সিটি নির্বাচনে বিশৃংখলার কোন সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকলিট তালুকদার, পাবনা প্রতিনিধি :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন যেমন সুষ্ঠ বিশৃংখল মুক্ত হয়েছে ঠিক তেমনি সোমবার রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন সু-শৃংখল ভাবে অনুষ্ঠিত হবে। রাজশাহী সিটি নির্বাচন নিয়ে বিএনপি’র মেয়র প্রার্থী বিশৃংখলার যে আশংকা করছে তা মিথ্যা। নির্বাচন নিয়ে বিশৃংখলার কোন সুযোগ নেই।

রবিবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ফায়ার সার্ভিসের ষ্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাদকের বিরুদ্ধ যুদ্ধ ঘোষণা করেছে সরকার। ইতিমধ্যে সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশে জঙ্গী সন্ত্রাস ইতিমধ্যে নির্মুল করা হয়েছে। অতীত সরকারের আমলের চেয়ে, বর্তমান সরকারের সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল অবস্থানে আছে।

১৫৬ প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) আতাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। এসময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম প্রমূখ।

ফায়ার সার্ভিসের ষ্টেশন উদ্বোধন অনুষ্ঠান শেষে বেড়া পৌরসভায় আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন এবং বিকেলে সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here