কলকাতা: সাহারা গোষ্ঠীর কর্ণধার সুব্রত রায়ের মুখে কালি ছেটালেন এক ব্যক্তি। আমানতকারীদের রুপি আত্মসাৎ মামলায় মঙ্গলবারই সুপ্রিম কোর্টে শুনানির কথা আছে সুব্রত রায়ের। সেই মতো এদিন দুপুর একটা নাগাদ জামনগরের গেষ্টহাউজ থেকে আদালতে নিয়ে আসা হয় সুব্রত রায়কে। আদালতে ঢোকার মুখেই শুরু হয় তুলকালাম কান্ড। সুব্রত রায়কে লক্ষ্য করে আচমকাই কালি ছেটান এক মধ্য বয়স্ক ব্যাক্তি। ঘটনায় হতচকিত হয়ে পড়েন নিরাপত্তারক্ষীরা। সুব্রত রায়ের বিরুদ্ধে প্রতরণার অভিযোগ তুলে জামা খুলে বিক্ষোভও দেখানোর পাশাপাশি ‘ইয়ে গরিবোকা চোর হ্যায়’ বলে স্লোগানও দিতে থাকেন। এরপরই তাঁকে আটক করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। সুব্রত রায়কেও দ্রুত আদালতের ভিতরে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা। ধৃত ব্যক্তি নিজেকে আইনজীবি বলে দাবী করেছেন। পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম মনোজ শর্মা। তিনি উত্তরপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা।

উল্লেখ্য, সাহারা রিয়েল এস্টেট ও সাহারা হাউসিং কোম্পানিতে অর্থলগ্নিকারীদের ২০ হাজার কোটি রুপি মিটিয়ে দিতে ব্যর্থ হওয়ার পরই সুপ্রিম কোর্টের নির্দেশে গত ২৮ ফেব্রুয়ারী তাঁকে গ্রেফতার করে পুলিস। চার দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরই মঙ্গলবারই আদালতে পেশ করা হয় সুব্রত রায়কে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here