কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন ষ্টাফ রিপোর্টার :: কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেছেন, এখন থেকে সাধারণ কয়েদিরা পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন। শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের এ সুবিধা দেয়া হবে না।
‘কারা সপ্তাহ-২০১৭’ উপলক্ষে বৃহস্পতিবার কারা অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজি প্রিজন এ কথা বলেন।
তিনি বলেন, মোবাইল ফোনে কথা বলার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে। কারাবন্দীরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় তা মনিটরিংয়ের জন্য গোয়েন্দা সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন এবং তাদের কথপোকথন মনিটরিং করবেন।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, এ সম্পর্কিত আন্তমন্ত্রণালয়ের বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পর এ প্রক্রিয়া চালু করা হবে। আগামী এক মাসের মধ্যেই এটি কার্যকর করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাসস।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here