জানিয়েছে বিএনপি।স্টাফ রিপোর্টার :: নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে দাবি জানিয়েছে বিএনপি।

আজ রোববার বেলা ১১টায় সিইসির সভাপতিত্বে নির্বাচন কমিশন ভবনে বিএনপির সঙ্গে সংলাপ শুরু হয়। এসময় বিএনপির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।

বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সংসদ ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। এখন থেকে সব রাজনৈতিক দলের সভা, সমাবেশসহ সকল স্বাভাবিক, রাজনৈতিক কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে বলা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কার্যকর সংলাপের উদ্যোগ নির্বাচন কমিশনকে নিতে হবে।

সংলাপে অংশ নেওয়া অন্য নেতারা হলেন-ড. খন্দকার মোশররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দীন সরকার, তরিকুল ইসলাম, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিঞা, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এ এস এম আব্দুল হালিম, মো. ইসমাইল জবি উল্লাহ, আব্দুর রশিদ সরকার ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

২০১৯ সালের ২৮ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১৬ জুলাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করে ইসি। রোডম্যাপ অনুযায়ী সংলাপ হচ্ছে।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here