air-china-747-8৩০ হাজার ফুট ওপরে বিমানের ভিতর আশ্চর্য দক্ষতায় সহযাত্রীর প্রাণ বাঁচালেন এক যাত্রী। শুধুমাত্র একটি চামচ এবং দাঁত খোঁচানোর কাঠি দিয়ে অসম্ভবকে সম্ভব করলেন সাংহাইয়ের তিয়ান উ।

চীনের কাশগার থেকে উরুমকি উড়ে যাচ্ছিল এয়ার চায়নার বিমানটি। হঠাৎই বিমানকর্মীরা একজন চিকিৎসকের খোঁজ শুরু করেন। কারণ, হঠাৎই জ্ঞান হারান এক যাত্রী। মুখ দিয়ে গ্যাঁজলা উঠতে শুরু করে। ওই বিমানেই ছিলেন সাংহাইয়ের লনহুয়া হাসপাতালের মেডিকেলের ছাত্র তিয়ান উ। অসুস্থ হয়ে পড়া ওই যাত্রীকে দেখেই তিয়ান বুঝতে পারেন, তিনি একজন মৃগী রোগী। সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেন তিয়ান।

আঙুল দিয়ে মুখটা ফাঁক করে গ্যাঁজলা বের করে দেন তিয়ান উ। তারপর একটি চামচে রুমাল জড়িয়ে অসুস্থ ওই যাত্রীর জিভের নিচে রেখে দেন। তারপর একটি টুথপিক দিয়ে ওই রোগীর মাথার বেশ কয়েকটি জায়গায় চাপ দিয়ে মস্তিষ্ককে সচল রাখার চেষ্টা করেন। এরপরেই প্রাণ ফিরে আসে ওই যাত্রীর।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here