ঢাকা: সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

এ ভাষণে তিনি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা ৩টার মধ্যে ভাষণ ধারণের কাজ শুরু হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশনে বাংলাদেশ টেলিভিশনের একটি দল ভাষণ ধারণের জন্য উপস্থিত হয়েছে। বাংলাদেশ বেতারের একটি দলও সেখানে অবস্থান করছে।

সোমবার সকাল থেকেই নির্বাচন কমিশন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহানগর পুলিশের পাশাপাশি সেখানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের তৎপরতা দেখা গেছে। অপরিচিত কেউ কমিশনে প্রবেশ করতে চাইলে তাকে তল্লাশি করা হচ্ছে।

বিকেলে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে বলে কমিশনার আবু হাফিজ জানান। তিনি বলেন, ‘আমরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসবো।

এ বৈঠকের পরেই তফসিল ঘোষণা হতে পারে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here