রাজশাহী: রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এতেকরে প্রায় ৮ থেকে ৯ঘন্টা দেরী হচ্ছে। ফলে সকালে ট্রেন রাতে আর রাতের ট্রেন সকালে ছেড়ে যাচ্ছে রাজশাহী স্টেশন থেকে। আর এই ভোগানিত্মর কবলে পড়ে যথাসময়ে কোন যাত্রীরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না।

জানাগেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলে বিকল হয়ে পড়ায় পশ্চিমাঞ্চল রেলওয়ের আন্ত:নগর ট্রেনগুলোতে এ সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

সরেজমিনে রাজশাহী রেলস্টেশনে গিয়ে যাত্রীদের সাথে কথা বললে মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রী গার্মেন্টস দোকানী জানান, দোকানের মাল কেনার জন্য ঢাকা যাবো। কিন্তু এখানে এসেই জানতে পারি ট্রেন প্রায় ৮-৯ঘন্টা দেরীতে চলছে। আবার কাউন্টারে টিকেটও ফেরৎ নিচ্ছেনা।  যে কারনেই চরম বিপদে আছি। এখন ট্রেনের টিকেট লস করেই বাসে যাওয়া ছাড়া আর কোন উপায় দেখছিনা।

এ বিষয়ে কাউন্টারে যোগাযোগ করলে তারা জানান, আমাদের করার কিছুই নেই।

এ ব্যাপারে রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আবদুল করিম জানান, শুধু রাজশাহী-ঢাকা রুটেই সিডিউল বিপর্যয় ঘটেছে। এছাড়া রাজশাহী থেকে অন্যান্য সব রুটে ট্রেনের সিডিউল স্বাভাবিক রয়েছে। তবে ট্রেনের সিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার আপ্রান চেষ্টা চলছে। আশাকরছি আগামীকাল রোববারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। বিপর্যয়ের কারণে শুধু যাত্রীদের ভোগানিত্মই নয়, আমাদেরকেউ এর স্বাধ পেতে হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন,বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশন ও টাঙ্গাইল স্টেশনের মাঝখানে এসে নষ্ট হয়ে যাওয়ায় প্রায় ৭ঘন্টা রাজশাহী-ঢাকা রুটে সকল ট্রেন চলাচল বন্ধ ছিল। যে কারনেই পশ্চিমাঞ্চল রেলওয়ের সব ট্রেনের সিডিউল ভেঙে পড়েছে।

এস.এইচ.এম তরিকুল ইসলাম/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here