সকল মামলায় জামিন পেলে তবেই খালেদার মুক্তি: শাজাহান খানমোনাসিফ ফরাজী সজীব, মাদারীপুর প্রতিনিধি :: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি এখনো কারাগারে রয়েছেন, সকল মামলায় জামিন পেলে তবেই সে মুক্তি পাবে তার আগে নয়। বি এনপি নেতারা যতোই মিথ্যাচার করুক, তাতে লাভ হবেনা। খালেদার মুক্তি বা জামিন দেয়ার একতিয়ার এক মাত্র আদালতের।

নৌমন্ত্রী আজ শুক্রবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে অসহায় ও দুঃস্থদের মাঝে ক্ষুদ্র ঋণ বিরতণ অনুষ্ঠান প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেন।

শাজাহান খান আরো বলেন, বেগম খালেদা জিয়া অনেক অপরাধ করেছেন বলেই বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। একদিকে যেমন এতিমদের টাকা আত্মসাৎ করেছে, অন্যদিকে মানুষ পুড়িয়ে পিটিয়ে হত্যা করেছে।এমনকি গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছে। তাদের মালামাল ধ্বংস করেছে।এ সকল মামলায় তাকে জামিন নিতে হবে।

খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে উল্লেখ করে নৌমন্ত্রী আরো বলেন,শুধু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হতে পারবেনা। তার বিরুদ্ধে যেসকল মামলা রয়েছে আইনগতভাবে জামিনের পর খালেদা জিয়া মুক্তি পাবে।জামিন নেয়া ছাড়া খালেদা জিয়া কখনই কারাগার থেকে মুক্ত হতে পারবে না।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন,জেলা আইনজীবি সমিতির সভাপতি ওবায়দুর রহমান কালু খান,জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here