ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৮ জনকে আটক  এবং ৪ জনকে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য ও জনসংযোগ শাখার সহকারী কমিশনার সাত্যকি কবিরাজ ঝুলন জানান, হরতালের নামে নাশকতা, সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের মতো অপরাধের সঙ্গে জড়িত থাকায় ১৮ জন পিকেটারকে আটক করেছে ডিএমপির বিভিন্ন থানা পুলিশ।

তিনি জানান, এর মধ্যে থেকে চার জনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট টানা ৬০ ঘণ্টার হরতাল আহ্বান করেছে।  বুধবার ছিল হরতালের শেষ দিন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here