sabbটেস্টে জয় পেতে টাইগারদের এখন মূল ভরসা সাব্বির। তার ব্যাটেই আসতে পারে বাংলাদেশের স্বপ্নের জয়, আবার ইংল্যান্ডের জয়ের পথে অন্যতম বাধাও সাব্বির। তাই সোমবার শেষ দিন সকালেই সাব্বিরকে প্রচণ্ড চাপে ফেলতে চায় ইংল্যান্ড। আর এ ঘোষণা দিলে স্টুয়ার্ট ব্রড নিজেই।

মুশফিকের সঙ্গে সাব্বিরের ৮৭ রানের জুটি বাংলাদেশকে এগিয়ে নিয়েছিল জয়ের পথে। মুশফিক ফিরে গেছেন, সাব্বির টিকে আছেন অপরাজিত ৫৯ রানে। প্রয়োজন মাত্র ৩৩ রান।

এই রানটা সাব্বিরের জন্য হয়ত অনেক বড় কোন ব্যাপার নয়, তবে আরেক প্রান্তে লোয়ার অর্ডারের দুটি উইকেট নিলেও জিতে যাবে ইংল্যান্ড। আবার অপরপ্রান্তের ব্যাটসম্যান সাব্বিরকে সঙ্গ দিতে পারলে হয়ত মিলে যেতে পারে স্বপ্নের জয়। তাই সকালেই সাব্বিরকে চাপে ফেলতে বদ্ধ পরিকর সফরকারীরা।

দিন শেষে সংবাদ সম্মেলনে সাব্বিরের ব্যাটিংয়ে মুগ্ধতার কথা জানিয়ে স্টুয়ার্ট ব্রড দিয়ে রাখলেন প্রচ্ছন্ন হুমকিও।

বলেন, সাব্বির দারুণ খেলেছে। মুশফিকের সঙ্গে তার জুটি ছিল দারুণ। এই ম্যাচটা শেষ পর্যন্ত টেনে নিয়েছে সে। আজকে সে দারুণভাবে দাঁড়িয়ে গেছে। তবে কালকে আমাদের উচিত ওকে প্রচণ্ড চাপে রাখা। পুরোটা সময় স্টাম্পে বোলিং করে যাওয়ার দায়িত্ব আমাদের বোলারদের। বাংলাদেশের দু’টি ভুলই আমাদের উপহার দেবে জয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here