শিবগঞ্জের জঙ্গি আস্তানা স্টাফ রিপোর্টার :: চাঁপাইনবাবগঞ্জের শিবপুর উপজেলার শিবনগর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান শেষে চার জন নিহত হয়েছে বলে বলছে পুলিশ। ওই বাড়িটি থেকে একজন নারী ও শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জেলার এসপি মোজাইদুল ইসলাম জানান, অপারেশন ঈগল হান্ট নামে ঐ অভিযানে যে চার জন নিহত হয়েছে তার মধ্যে নব্য জেএমবির সদস্য আবু নামের এক ব্যক্তি রয়েছে। বাকি নিহত তিন জনের পরিচয় এখনো জানা যায়নি।

আহত অবস্থায় উদ্ধার করা নারী ও শিশুটি আবু নামে ঐ ব্যক্তির স্ত্রী ও কন্যা বলে পুলিশের দাবি। এদিকে বাড়িটিতে এখন বোমা নিষ্ক্রিয়কারী দল অবস্থান করছে।

এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন ঈগল হান্ট। বুধবার বিকাল থেকে শুরু হয় এই অভিযান ঘন্টা দুয়েক পর স্থগিত করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল থেকে আবারো শুরু হয় অভিযান। সন্ধার সময় পুলিশ কর্তৃপক্ষ সাংবাদিকদের বলেন চারজন জঙ্গির মৃতদেহ বাড়িটির ভিতরে রয়েছে।

এর আগে দিনভর শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটি থেকে দফায় দফায় গুলির শব্দ পাওয়া যায়।

ওই বাড়িটি স্থানীয় জেন্টু হাজির। তিনি পাশের আরেকটি বাড়িতে পরিবার নিয়ে থাকেন। দু’মাস আগে একই গ্রামের মশলা ব্যবসায়ী আবু (৩০) তার স্ত্রী-সন্তান নিয়ে ওই বাড়িতে ভাড়া উঠেন।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, বাড়িটিতে আবুর পরিবার ছাড়াও আরও বেশ কয়েকজন থাকতে পারেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here