শার্শা : যশোরের শার্শা সীমান্তে জনপ্রতিনিধি ও ভারতীয় নাগরিকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক বিজিবি সদস্যরা।

শুক্রবার ভোরে শার্শা উপজেলার নারকেল বাড়িয়া গ্রামের একটি বাঁশবাগান থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়িরা হলো ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার বাগদা থানার ন’পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে জাকির হোসেন (৪৫), শার্শার নারিকেল বাড়িয়া গ্রামের সফতার আলীর ছেলে মুজিবার রহমান (৩৫) ও শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের ইউপি সদস্য আবুল কাসেমের ছেলে মফিজুল ইসলাম (৫০)।

যশোর ২৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন জানান, টহল দলের বিজিবি সদস্যরা গোপন একটি খবর পায় শার্শা উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের বাতেনের বাঁশবাগানে একটি খানার মধ্যে বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল মাটিতে পুতে রেখেছে মাদক ব্যবসায়িরা। সেখানে অভিযান চালিয়ে  মুজিবারকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইউপি সদস্য মফিজুল ও ভারতীয় নাগরিক জাকিরকে আটক করা হয়। পরে স্থানীয় জনগণ ও সাংবাদিবদের উপস্থিতিতে একটি খানার মধ্যে মাটিতে পুতে রাখা অবস্থায় ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান আটকদের ফেনসিডিলসহ যশোর ব্যাটালিয়নে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শার্শা থানায় সোপর্দ করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here