শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রামকৃষ্ণ মিশনের বস্ত্র বিতরণআল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়িতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে দরিদ্র শিশু ও নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রামকৃষ্ণ মিশন। শনিবার দুপুরে জেলাসদরের প্রতাপ কার্বারী পাড়াস্থ ‘খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রম’ অঙ্গনে আনুষ্ঠানিকভাবে শতাধিক শিশু ও নারীর হাতে বস্ত্র তুলে দেন, রামকৃষ্ণ মিশন-চট্টগ্রামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শাক্তিনাথানন্দজী মহারাজ।

সংগঠনের খাগড়াছড়ি শাখার সভাপতি ভুবন মোহন ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের সহ-সম্পাদক তাপস হোড়, চট্টগ্রামের কানুনগো ওয়াচ’র মালিক অজয় কানুনগোসহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শ্রীমৎ শক্তিনাথানন্দজী বলেন, স্বামী বিবেকানন্দ’র আদর্শ অনুসরণ করে পরিচালিত প্রতিটি সেবাশ্রমে একটি বিদ্যালয় এবং একটি ছাত্রাবাস পরিচালনা করা হয়। এর মাধ্যমে নতুন প্রজন্মকে উন্নত মূল্যবোধ ও নৈতিক শিক্ষার পাঠ দান করা হয়।

খাগড়াছড়িতে মন্ডপে মন্ডপে প্রতিমা সাজ সজ্জার শেষ প্রস্তুতি চলছে
খাগড়াছড়িতে সনাতন ধর্মালম্ভীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা প্রতিমা সাজসজ্জা পূজা মন্ডপে কাজ শেষ প্রস্তুতি চলছে। এবারে ৫০টি পূজা মন্ডপে যথাযোগ্য মর্যাদা মধ্য দিয়ে উদযাপন করা হবে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব। খাগড়াছড়িতে ব্যাপক ভাবে এ দূর্গাপূজা উদযাপনের লক্ষে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানান সাবর্জনীন শ্রী শ্রী শারদীয় দূর্গোৎসব উদযাপন পরিষদ সভাপতি স্বপন চন্দ্র দেবনাথ।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রামকৃষ্ণ মিশনের বস্ত্র বিতরণখাগড়াছড়ি জেলা শহরে কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির, শ্রী শ্রী গীতা আশ্রম, শান্তিনগর , আনন্দনগর শ্রী শ্রী ভূবনেশ্বরী কালী মন্দির, শ্রী শ্রী জগন্নাথ মন্দির, খাগড়াপুর শ্রী শ্রী অখন্ড মন্ডলী মন্দির, শালবন শ্রী শ্রী শ্যামা কালীমন্দির দুর্গা মন্ডপ, ভাইবোনছড়া শ্রী শ্রী দুর্গাবাড়ী,শ্রী রাধাকৃষ্ণ মন্দির, দীঘিনালা সড়কে ৫ মাইল দূর্গাবাড়ী, ছোট গাছবান দুর্গাবাড়ী, ঠাকুরছড়া শিব মন্দির দুর্গা মন্ডপ, জোরমরম শিবমন্দির দূর্গা মন্ডপ, শ্রী শ্রী হরি মন্দির দূর্গা মন্ডপ , সিঙ্গিনালা থানাচ পাড়া দূর্গা মন্ডপ, কমলছড়ি যাদুরাম পাড়া দূর্গা মন্ডপ, কমলছড়ি, শ্রী শ্রী কৈবল্যপীঠ পূজা মন্ডপ।

এদিকে, পানছড়ি সদরে দেবালয় মন্দির, লোগাং হেডম্যানপাড়া শিবমন্দির দুর্গামন্ডপ, পুজগাং বৈশাখ কুমার পাড়া দুর্গামন্ডপ ,কুড়াদিয়াছড়া র্দুর্গা মন্দির, লোগাং বাজার বিগ্রহ (কালী) মন্দির, লোগাং বাজার অষ্ঠ মঙ্গলা মন্দির , বাউরাপাড়া র্দুর্গা মন্দির, লতিবান, বাাবুরাম পাড়া র্দুর্গা মন্দির,আদি ত্রিপুরা পাড়া দুর্গামন্ডপ এবং মহালছড়ি উপজেলায় সদরে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ী, মাইসছড়ি বাজারে জগন্নাথ মন্দির মন্ডপ।

দীঘিনালাতে বাজারে শিব মন্দির, বোয়ালখালী নারায়ন মন্দির, বাবুছড়া রাধামাধব মন্দির, সুধীর মেম্বার (কুমুদ হেডম্যানপাড়া) পাড়া জগন্নাথ মন্দির, ৯মাইল জগন্নাথ মন্দির দুর্গামন্ডপ, রশিক নগর হরি মন্দির, মধ্য বোয়ালখালী রাধা মাধব মন্দির, ছোট মেরু ভূতাসেন পাড়া র্দুর্গামন্ডপ।
মাটিরাঙ্গা উপজেলাতে মাটিরাঙ্গা কালী বাড়ী র্দুর্গা মন্ডপ, মাটিরাঙ্গা সদর, গোমতি কালীবাড়ী ও জগন্নাথ মন্দির দুর্গামন্ডপ, বর্নাল ডাক বাংলা বাজার দুর্গা মন্দির, তবলছড়ি লাইফু কার্বারী পাড়া দুর্গা মন্দির , তাইন্দং হেডম্যানপাড়া দুর্গা মন্দির পূর্জামন্ডপ।

গুইমারা উপজেলায় ৩টি গুইমারা দার্জিলিং টিলা কালী মন্দির, গুইমারা ডাক্তার টিলা দুর্গা মন্দির, শ্রী শ্রী চন্ডী মন্দির দুর্গা মন্ডপ, গুইমারা বাজার (স্থায়ী প্রতিমা পূজা) ও রামগড় উপজেলায় ২টি শ্রী শ্রী দক্ষিনেশ্বরী কালী মন্দির পূজা মন্ডপ, রামগড় বাজার শ্রী শ্রী বাসন্তী মন্দির পূর্জা মন্ডপ।

মানিকছড়ি উপজেলায় ৩টি মানিকছড়ি রাজ শ্যামা কালী মন্দির দুর্গা মন্ডপ, তিনট্যহরী সার্বজনীন দুর্গামন্ডপ, দক্ষিণ সত্যা পাড়া দুর্গা মন্ডপ ও লক্ষীছড়ি (১টি), লক্ষীছড়ি কালী মন্দির পুজামন্ডপ গুলোতে সকল সম্প্রদায়ের মানুষের অংশ গ্রহনের মিলনমেলা পরিনত হবে আশা করছে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য্য।

খাগড়াছড়ি শহরে কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দিরে পূর্জা মন্ডপে মৃৎশিল্পী পলাশ দে ( মুন্না ) বলেন , কারুকাজ ফুটিয়ে তোলার শেষ কাজ চলছে এ মূহুর্তে। প্রতিবছরে তুলনা এবারে সাজসজ্জা ব্যতিক্রম ভাবে হচ্ছে যা বরফে গুহা মতো সাজানো হবে এবং খাগড়াপুর শ্রী শ্রী অখন্ড মন্ডলী পূর্জামন্ডপে মৃৎশিল্পী সাপ্রু ত্রিপুরা জানান এবারে প্রতিমাকে ত্রিপুরা সম্প্রদায়ে পিনন দিয়ে সাজানো হবে এবং ত্রিপুরা ভাষা রিনাই রিসা, আজলি , রামতাং ,কাওকিং অংলকারে অংলকিত করা হবে এবং সাজসজ্জা পাহাড় ,পর্বত ও জুমচাষে দৃশ্য দিয়ে সাজানো হবে বলে জানান ।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো: মজিদ আলী জানান, শারদীয় দূগাপূজা মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনে পদক্ষেপ গ্রহন করবে পুলিশবাহিনী এবং পুলিশ পাশাপাশি সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে পূর্জা মন্ডপে।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here