Image result for radha Krishno in art work Radha Krishna Loveবিসর্জন

-তাহমিনা শিল্পী

সেদিন বিজয়া দশমীর অপরাহ্ণে
দেবী প্রতিমা বিসর্জনের সাথে সাথে
বিসর্জন দিয়েছিলাম আমাকেও
আমার ভিতরকার তুমি,
আমাদের ভালবাসা,দুরন্ত শৈশববেলা
আমাদের সমস্ত স্বপ্ন,রাগ-অনুরাগ,অভিমান।

সব, সব ভাসান দিয়েছিলাম চন্দ্র দিঘীর জলে।
তাকেতো বিসর্জনই বলে!

খুব ইচ্ছে ছিল,
বিসর্জনের আগে একবার ডেকে শুনাই দেবীকে
জানি মূর্তি শুনতে পাবেনা
তবুও ইচ্ছে ছিল দেবীকে বলি,
একদা আমারও এক মধুর সময় ছিল
ছিল তোমার-আমার রামধনুরঙা শৈশব।
তখনও আমরা জল আর পানিকে আলাদা করতে শিখিনি।
আমার বাড়ির সন্ধ্যা পূজার ধূঁপের ধোঁয়া
বাতাস ঠেলে বয়ে নিয়ে যেত তোমার বাড়ীর দিকে। আর-
তোমাদের বাড়ির মসজিদের মধুর আযান ধবনি
রোজ ভোরে ঘুম ভাঙিয়ে দিতো আমার।
আমি শিউলী ফুল কুড়িয়ে মালা করে
নিয়ে যেতাম তোমাকে পড়াতে।
এভাবেই কাটছিল বেশ,

তারপর -কবে কখন যে,

জল আর পানি মিলেমিশে একাকার হল, বুঝতেই পারিনি।
শুধু জানতাম আমরা কেউ আর নিজের নই
কেবলই দুজনে দুজনার।
তারপর, একদিন-
আমাদের চারপাশের বাতাসে উপর্যুপরি ধ্বনিত হল,
জাত গেল রে, জাত গেল-
আমরা মনে নিইনি, তবে মেনে নিলাম।
মেনে নিলাম, কেবল নিজের সুখেই সুখ হয়না
সকলের সুখেই প্রকৃত সুখ।
তাকে তো বিসর্জনই বলে!

এখন-
প্রচন্ড গ্রীষ্মে চন্দ্রদিঘীতে জল কমে গেছে
তবুও সে জলে তোমার মুখখানা স্পষ্ট ভেসে উঠে
আমি মুখ ফিরিয়ে নেই নিমিষে।
আমাদের মাঝে এখন কেবল নিস্তব্ধ দুপুরবেলার হাহাকার
আমাদের মাঝখানে কেবল অতীত বাতাসের স্রোত
সে বাতাসে ধ্বনিত হয় কেবল তোমার নাম।
আহ্! সে কি যন্ত্রনা! কি যে কষ্ট!
জানি একই যন্ত্রনায় ভুগছো তুমিও।
তবু আমরা থাকবো বিসর্জনের খেলায় মত্ত।
শুধু মনে মনে মস্ত একটা খোলা আকাশের নীচে
তুমি-আমি সারারাত জ্বালবো ভালবাসার নক্ষত্র।

 

লেখকের ইমেইলঃ  tahmina_shilpi@yahoo.com

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here