Shams Meera
একটাই দাবি- সোনার বাংলা
-শামস মীরা
নাও, আর কত নেবে প্রান
কত নিলে তোমার ভরবে
ঐ রক্ত পিপাসু শূণ্য হৃৎপিন্ড খান?
দুই, দশ, শত কেবলই সংখ্যা
তোমার কাছে,
একেকটি প্রাণের বিনিময় মুল্য কি
তোমার জানা আছে?
যার গেছে, সেই জানে
কি রত্ন ছিল তার কাছে।
কারো বোন, কারো ভাই
কিংবা প্রাণের বন্ধু-প্রিয়জন।
যে মা হারিয়েছে তার
নাড়ি ছেড়া ধন
কি জবাব দেবে তার কাছে?
লাখো কোটি টাকায়
ফিরবে কি আর সোনার মানিক
সে মায়ের শূণ্য বুকে?
শত-সহস্র প্রাণ যায় নিয়ত
এ সোনার বাংলায়
গাড়ি চাপায়, জোয়ার- ভাটায়
কিংবা খুন হয় অবলীলায়।
জবাব দাও
জবাব দাও হে বাংলা মা
আর কত নিবে প্রাণ
কোন সংখ্যায় তোমার জুড়াবে এ পরাণ?
জানি, জবাব নেই যে তোমার জানা
তাইতো ধরেছ টিপে বিবেকের গলা!
রক্তচক্ষু, শাসনের হাত আর
গোলাবারুদের ভয়-
দেয়ালে ঠেকলে পিঠ
তাতে কি আর কাজ হয়?
চালাও গুলি, চালাও
চির সবুজের বুকে
সবুজ এ বাংলা
যায় ভেসে যাক লালে।
তবুও সন্তানেরা আসবে ফিরে ফিরে
দাওনা মাগো আরেকটিবার
আমার সোনার বাংলা আমায় ফিরিয়ে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here