রোহিঙ্গাদের নিয়ে "শামসুদ্দিন হীরা'র কবিতা" অন্ধকার শুধুই অন্ধকারঅন্ধকার শুধুই অন্ধকার

-শামসুদ্দিন হীরা

স্বপ্নতাড়িত আবাস রেখায় শুধু ধোঁয়ার চিহ্ন।
আরাকান প্রান্তে কৃষ্ণ মেঘে ছেয়ে গেছে সমস্ত আকাশ।
চারদিকে আর্তচিৎকার, শকুনের ওড়াউড়ি।
চারদিকে ছড়ানো ছিটানো খন্ডিত দেহ।
গেরুয়া জানোয়ারদের পৈশাচিক উল্লাস।
বুদ্ধুর নামে অহিংসার নামে মাতোয়ারা শব উৎসব।
মানবতার গায়ে আজ ফ্যাকাশে ব্যান্ডেজ।
তাঁজা ধর থেকে ফিনকি দিয়ে ঝরে পড়ছে লাল স্রোত।;

আজ সবহারা রমনীর স্থির শিহরিত সন্ধ্যা প্রহর।
অজানা অনাহূত জীবনে গোধূলির অস্পষ্ট আলোতে লক্ষ প্রান।
ওরা উদ্বাস্তু। মানবতা মনুষত্ব স্তব্ধতায় বধির।
জানোয়ার বর্মিসেনাদের তীক্ষ্ণ বেয়নেট আঘাতে হারিয়েছে প্রিয়জন।
জন্ম -জন্মভূমি মা মাটির জন্য কেবল দীর্ঘশ্বাস।
বাতাসে ভেসে আসে পোঁড়া মাংসের দমবন্ধ করা গন্ধ।
জাতিসংঘ সহ বিশ্বরাজনীতির নামে চলছে গণিকাবৃত্তি।
আর বিশ্ব মোড়লদের নগ্নদেহে গান।
প্রগতির নামে মুক্তমনার নামে কুম্ভকর্ণগন
গভীর নিদ্রায় আজ মগ্ন।
আমরা জেগেও চেতন ভুলে যাই।

অন্ধকার সমাকীর্ন।;
গুমট সন্ধ্যায় ভেসে আসুক,
ঈস্রাফিলের গগন বিদারি ফুৎকার।
কেয়ামতের আলামত আজ নাফ নদীর তীরে।
কতিপয় মানুষ লজ্জায় ঘৃণায় মিশে যাই-
পথের ধূলায়।

 

লেখকের ইমেইল: hirashamsuddin@yahoo.com

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here