শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধারতানসেন আলম, বগুড়া প্রতিনিধি :: বগুড়ার শাজাহানপুরে আয়েশা সিদ্দিকা আশা (১১) নামে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আশা নিশ্চিন্তপুর গ্রামের অটোটেম্পু চালক রাশেল মিয়ার মেয়ে। সে নিশ্চিন্তপুর দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

স্বজনেরা জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার দিবাগত রাতে আশা তার দাদীর ঘরে ৮ বছর বয়সী ছোট বোন রুবাইয়াকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে। একই ঘরে আলাদা বিছানায় দাদী ও ফুফাতো বোন সুফিয়া বেগম (২৫) এবং পাশের ঘরে আশার বাবা-মা ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৩টার দিকে ঘুম ভেঙ্গে গেলে ঘরের দরজা খোলা ও আশাকে দেখতে না পেয়ে দাদী ও ফুফাতো বোনের হৈচৈ শুনে বাবা-মা সহ সবাই খোঁজা-খুঁজি শুরু করে।

একপর্যায়ে বাড়ির উঠানে রক্তের দাগ দেখতে পাওয়া যায়। সকালে বাড়ির পাশে ধান ক্ষেতের আইলের উপর আশার উলঙ্গ লাশ পাওয়া যায়। পড়নের পায়জামা দিয়ে লাশের দু’পা বাঁধা ছিল। জামা দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল ।

থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আমরা গিয়ে মেয়েটিকে উলঙ্গ অবস্থায় পেয়েছি। তবে পায়জামা দিয়ে দু’পা এবং জামা দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল বলে মেয়েটির স্বজনরা জানিয়েছেন। হত্যার কারন জানা যায়নি। প্রাথমিক ভাবে মেয়েটিকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। পোষ্টমর্টেম রিপোর্ট ছাড়া কোন কিছু বলা যাবে না।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here