এমারসন নানগাগওয়াডেস্ক নিউজ :: জিম্বাবুয়ের হারারে ন্যাশনাল স্টেডিয়ামে হাজারো উচ্ছ্বসিত সমর্থকের সামনে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এমারসন নানগাগওয়া। কুমির বলে খ্যাত ৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদের শপথ নেয়ার মধ্য দিয়ে জিম্বাবুয়েতে ৩৭ বছর ব্যাপী রবার্ট মুগাবে যুগের যবনিকাপাত হয়ে নতুন যুগের সূচনা হল।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি সংবিধান সমুন্নত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি বলেন, আমাদের প্রথম কাজ দেশ পুনর্গঠন করা। প্রেসিডেন্ট হিসেবে আমি ধর্ম, বর্ণ, গোত্র ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সবারই সেবা করা দায়িত্ব। মুগাবেকে লক্ষ্য করে তিনি বলেন, তিনি আমার বাবার মত, উপদেষ্টা, আমার সহযোদ্ধা ও নেতা। মুগাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
নানগাগওয়াকে ভাইস প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করার জেরে সামরিক বাহিনীর হস্তক্ষেপ ও নিজ দলের বিরোধিতার মুখে পদত্যাগ করতে হয় জিম্বাবুয়ের স্বাধীনতা যুদ্ধের নেতা রবার্ট মুগাবেকে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here