লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল, সা. সম্পাদক পাবেল, যুগ্ম সম্পাদক মালেক নির্বাচিত

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে স্থানীয় দৈনিক রূপসী লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক মো. কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের লক্ষ্মীপুর প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারন সম্পাক পদে দৈনিক ইত্তেফাক লক্ষ্মীপুর প্রতিনিধি মো. আবদুল মালেক নির্বাচিত হন।

রবিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে রিটার্নিং কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এর আগে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত প্রাঙ্গণে দুপুর ২টা থেকে ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর মধ্যে সহ-সভাপতি পদে প্রথম আলো প্রতিনিধি এম জে আলম, কোষাধ্যক্ষ পদে ভোরের ডাকের কামাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মো. আব্বাস হোসেন, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে বর্তমান লক্ষ্মীপুর সম্পাদক আক্তার আলম, দপ্তর সম্পাদক দৈনিক খবরের জেলা প্রতিনিধি মো. ইসমাইল হোসেন জবু, প্রচার সম্পাদক আমাদের অর্থনীতি ও ইউনাইটেড নিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম শিবলু ও কার্যনিবাহী সদস্য পদে নবরাজের নজরুল ইসলাম জয় ও মুক্ত খবরের নাজিম উদ্দিন রানা নির্বাচিত হন।

প্রচার সম্পাদক আমাদের অর্থনীতি ও ইউনাইটেড নিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম শিবলু
প্রচার সম্পাদক হিসেবে ভোটে বিজয়ী আমাদের অর্থনীতি ও ইউনাইটেড নিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম শিবলু

পরে বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

প্রেস ক্লাবের কার্য নির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে ৩৫জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। ৭২ জন ভোটারের মধ্যে ৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ দিকে নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন, লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের মহা-সচিব লায়ন এম এ আউয়াল, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য মো. নোমান, লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য আবদুল্যা (আল-মামুন), কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আলহাজ্ব মো. আবু তাহের, জেলা বিএনপি’র সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন, সাধারন সম্পাদক নুরুল হুদা পাটওয়ারী, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here